বৃহস্পতিবার উপজেলার রায়ঘাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গনির ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিনুল আলম মিঠু (২৪), আত্রায় দক্ষিণপাড়া এলাকার আনসার আলীর ছেলে হোসাইন (২০), লালোউচ পশ্চিমপাড়া এলাকার আয়ুবের ছেলে রানা হোসেন (২৫), একই এলাকার সাইদুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (১৯), টাঙ্গন কামাড়পাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে শফিউল (২৪), হাটরা দক্ষিণপড়া এলাকার নজরুল ইসলামের ছেলে আরাফাত ইসলাম নাহিদ (২০) এবং বড়াইল এলাকা আবদুর রহমানের ছেলে হারুন-অর-রশিদ (৪৫)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই স্কুলছাত্রী (১৫) দশম শ্রেণিতে পড়ে। গত তিন থেকে চার মাস ধরে মেয়েটিকে অভিযুক্ত হোসাইন বিভিন্নভাবে প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। তবে ওই স্কুলছাত্রী প্রস্তাবে রাজি না হয়ে পরিবারকে বিষয়টি জানায়।
সর্বশেষ বৃহস্পতিবার বড়াল উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে ওই ছাত্রীকে ধরে হোসাইন কুপ্রস্তাব দেয়। এছাড়া তার সহযোগীরা অশ্লীল ভাষায় কথা বলে। একপর্যায়ে তারা ওই স্কুলছাত্রীর হাত ধরে টানাটানিও করে। পরে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, এই ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বৃহস্পতিবার রাতে বাদি হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।